ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:৩২, ২৩ জানুয়ারি ২০২১
ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই

ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ‌্যা ৬টা ২৩মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ২৩ বছর।

আরো পড়ুন:

তরুণ পরিচালকের আকস্মিক মৃত্যুতে ওয়ালটন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়াইরে তার জানাজা হবে। এরপর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইলের সদর উপজেলার গোসাই জোয়াইর‌ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

মাহবুব আলম মৃদুল মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন।

ঢাকা/অগাস্টিন সুজন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়