ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবির সহকারী অধ্যাপকের বাবার মৃত্যুতে উপাচার্যের শোক

রবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৫, ২৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৩৩, ২৭ অক্টোবর ২০২৫
রবির সহকারী অধ্যাপকের বাবার মৃত্যুতে উপাচার্যের শোক

ফাইল ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. তানভীর আহমেদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. শাহ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য শোক প্রকাশ করেন। 

আরো পড়ুন:

এর আগে, তানভীর আহমেদের বাবা শামসুদ্দিন আহমেদ (৮২) গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শোক বার্তায় রবি উপাচার্য বলেন, “শামসুদ্দিন আহমেদ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাংলা একাডেমির উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করেছেন। তার ছেলে-মেয়েদের যথাসময়ে উচ্চশিক্ষিত করে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার এই গুণী ব্যক্তির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

ঢাকা/হাবিবুর/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়