ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মগবাজারে বিস্ফোরণ, আহত ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:০১, ২৪ জানুয়ারি ২০২৩
মগবাজারে বিস্ফোরণ, আহত ৪

মগবাজারে একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণে এক প্রকৌশলীসহ  চার জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ৫০মিনিটে মগবাজার ওয়ারলেস মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রকৌশলী সাইফুল ইসলাম (৩৬), ডিপিডিসির শ্রমিক মো. শাহীন(২৭), আবু কালাম ও  তারেক (২০) । 

সাইফুল ইসলামের সহকর্মী সালাউদ্দিন বলেন, আজ সকালে তিনি (সাইফুল) সবুজবাগের বাসা থেকে কর্মস্থল মগবাজারে যাচ্ছিলেন। এসময় বিস্ফোরণে তার দুই হাত ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন‌্য ব‌্যক্তিদের পরিচয় জানা যায়নি।  

ডিপিডিসির ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী আরশাদ হোসেন ফাহিম বলেন, ঘটনার সময় আমাদের শ্রমিকদের কাজের তদারকি করছিলাম আমি। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দে আমরা হতবাক হয়ে যাই। পরে দেখতে পাই আমাদের প্রতিষ্ঠানের তিন শ্রমিক আহত হয়ে রাস্তায় পড়ে আছে। 

রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, সকালে মগবাজার এলাকার একটি ওষুধের দোকানের সামনে একটি প্লাস্টিকের ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ড্রামটি অনেকদিন ধরে বাইরে অরক্ষিত অবস্থায় ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

/মাকসুদ/বুলবুল/ইভা/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়