ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

কুয়েতে প্রবাসী নারীদের সংগঠন উদযাপন করেছে পহেলা বৈশাখ

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৬ এপ্রিল ২০২৪  
কুয়েতে প্রবাসী নারীদের সংগঠন উদযাপন করেছে পহেলা বৈশাখ

ঈদের পরপরই পহেলা বৈশাখ উদযাপন করতে পেরে আনন্দিত কুয়েত প্রবাসী নারীরা

কুয়েতে পহেলা বৈশাখ উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন।

সোমবার (১৫ এপ্রিল) কুয়েতের খেইরান অঞ্চলের এক রিসোর্টে উৎসবমুখর পরিবেশে পহেলা উদযাপন করা হয়। নানা স্বাদের পিঠা-পায়েসে আপ্যায়ন চলে দিনভর। হয় পান্তা উৎসবও। ছিল নারীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা। 

এবার ঈদুল ফিতরের পরপরই পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আয়োজকরা দুই উৎসব একসঙ্গে উদযাপন করতে পেরে আনন্দিত। তারা বলেন, পহেলা বৈশাখ উদযাপন করা মানে শুধু উৎসবে মেতে ওঠা নয়, বাঙালির বর্ষবরণ সংস্কৃতিকে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দেওয়াও এর উদ্দেশ্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আয়োজক সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমি, সহ-সভাপতি পারভীন ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক লিজা মাহবুব ও ইঞ্জিনিয়ার আহলাম আমজাদ এবং সাংবাদিক আ হ জুবেদ, ইউসুফ আরাফাত ও আলাল আহমদ।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়