ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ভারতের পেসাররা মোস্তাফিজ থেকে কাটার শিখতে পারে: খালেদ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:৫৩, ১৮ এপ্রিল ২০২৪
ভারতের পেসাররা মোস্তাফিজ থেকে কাটার শিখতে পারে: খালেদ মাহমুদ

‘মোস্তাফিজের এখন আইপিএলে খেলে শেখার কিছু নেই। লার্নিং প্রসেস ইজ ওভার। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়’- বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের এমন মন্তব্যের একদিন না যেতে তার সঙ্গে সুর মিলিয়েছেন ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। 

জালালের মন্তব্যর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৮ মার্চ) খালেদ মাহমুদ বলেন, ‘মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই প্রসঙ্গ থেকেই বলেছেন যে, মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এরকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন। এটাকে অন্য কিছু বোঝানো ঠিক হবে না।’

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে বড় জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আবাহনীর লিমিটেডের কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ। এখানে ব্যস্ত থাকার কারণে ক্রিকেট অপারেশন্সের বিভিন্ন বৈঠকে কিংবা সিদ্ধান্ত সম্পর্কে অবগত নন তিনি। এনওসি’র মেয়াদ এক ম্যাচ বাড়িয়ে জিম্বাবুয়ে সিরিজের জন্য মোস্তাফিজকে দেশে ফিরিয়ে আনছে বোর্ড। মে’র প্রথম সপ্তাহে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ।

তবে খালেদ মাহমুদ জানান মোস্তাফিজ আইপিএল খেললে তার ভালো লাগতো, ‘দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো দশটা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’

চেন্নাই সুপার কিংসের হয়ে এবার দুর্দান্ত খেলছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত দলটির হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। নিয়েছেন ১০ উইকেট। প্রথম ম্যাচ থেকে তাকে রেখে একাদশ সাজিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। মাঝে এক ম্যাচ খেলতে পারেননি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া করতে দেশে আসায়। সব মিলিয়ে আর চার ম্যাচ খেলতে পারবেন মোস্তাফিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজকে খেলাতেই হবে এমনটা মনে করেন না সুজন। তবে দলের সঙ্গে থাকলে বন্ডিং ভালো হবে বলে মনে করেন তিনি।

‘মোস্তাফিজকে আনা হচ্ছে মানেই যে জিম্বাবুয়ের সঙ্গে খেলানো হবে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাও জালাল ভাই বলেছেন। মোস্তাফিজ হয়তো প্রথম দুই ম্যাচ নাও খেলতে পারে। তবে সেট-আপের সঙ্গে থাকাটা, দল একটা বিশ্বকাপে যাচ্ছে, বন্ডিংয়ের ব্যাপারটাও আছে। এগুলো সব কিছু মিলিয়েই হয়তো তারা এটা চিন্তা করেছেন।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়