ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

বৃষ্টি বাধার পর ১১৯ রানে অলআউট বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:২২, ৩০ এপ্রিল ২০২৪
বৃষ্টি বাধার পর ১১৯ রানে অলআউট বাংলাদেশ 

ভারতের বিপক্ষে শুরুটা বাংলাদেশ ভালোই করেছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিগার সুলতানা জ্যোতিদের আসল রূপ বের হতে থাকে। ১১ ওভার শেষে আসে বৃষ্টি। প্রায় ঘণ্টা খানেক পর খেলা শুরু হলেও বাংলাদেশ সুবিধা করতে পারেনি। শেষ ২ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১১৯ রানে অলআউট হয় স্বাগতিক শিবির।

সিলেটে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে ভারতকে ১২০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

এদিন ঝড়ো শুরুর আভাস দিয়ে ৬ বলে ১০ রান করে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গী হন সোবহানা মোস্তারি। দুজনে পাওয়ার প্লেতে খেলতে থাকেন দারুণ। ১৫ বলে ১৯ রানে মোস্তারি আউট হলে ভাঙে জুটি। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান।

এরপর ক্রিজে এসে দ্রুত ফেরেন জ্যোতি (৬), ফাহিমা খাতুন (০) ও সুলতানা খাতুন। একপ্রান্ত আগলে রাখেন মুর্শিদা। বৃষ্টির বাধার পর মুর্শিদার সঙ্গী হন রিতু মনি। রিতুর ব্যাট থেকে আসে ২০ রান। নবম ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৪৬ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা। শেষ চার ব্যাটারের কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাধা যাদব। ২টি করে উইকেট নেন শ্রেয়াংকা পাতিল ও দিপ্তী শর্মা।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়