ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা থেকে সরে এলো চুয়েট কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:২৯, ২৬ এপ্রিল ২০২৪
অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা থেকে সরে এলো চুয়েট কর্তৃপক্ষ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা থেকে সরে এসেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ এপ্রিল) আয়োজিত জরুরি সিন্ডিকেট সভায় আগামি ১১ মে পর্যন্ত চুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং পরদিন ১২ মে থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও হলসমূহ খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল বৃহস্পতিবার চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়। 

এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা দু’টি বাসের একটিতে আগুন ধরিয়ে দেয়। এই পরিস্থিতিতে আজ জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণা থেকে সরে আসে চুয়েট কর্তৃপক্ষ।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়