কলকাতায় মহাতারকা মেসির আগমন, ভাঙল উচ্ছ্বাসের বাঁধ
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
ভারতীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টা ২৬ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতায় বিশেষ বিমান থেকে অবতরণ করেন লিওনেল মেসি। ছবি: রাইজিংবিডি।
কলকাতার মাটিতে পা পড়েছে ফুটবল জাদুকর বিশ্বকাপজয়ী আর্জেন্টােইন ফুটবলার লিওনেল মেসির। তার আগমন ঘিরে কলকাতায় বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।
ভারতীয় সময় শুক্রবার দিবাগত (১৩ ডিসেম্বর) রাত ২টা ২৬ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতায় বিশেষ বিমান থেকে অবতরণ করেন লিওনেল মেসি।
নজিরবিহীন নিরাপত্তাবেষ্টনীতে কলকাতা বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে রাত ৩টা ২২ মিনিটে বেরিয়ে আসেন মেসি। ওই রাতে বিমানবন্দরের সামনে অপেক্ষমাণ হাজার হাজার ভক্ত-সমর্থক মেসির নামে স্লোগান দিতে থাকেন। ‘মেসি মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ভোরের কলকাতা।
রাতের শেষভাগে মেসি যখন কলকাতা বিমানবন্দরে পৌঁছান, সেই দৃশ্য ‘মহানায়ক’ বরণের মতো যথা উপযুক্ত দৃশ্যের অবতারণা করে। রাতের গভীরতা ম্লান করে প্রাণের জাগরণ শোনা যায় কলকাতার পথে পথে।
মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা। মেসি ও আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ।
শুধু মেসি নন, এদিন রাতে কলকাতায় এসেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অবশ্য তিনি তার ব্যক্তিগত বিমানে কলকাতায় এসেছেন।
১৪ বছর আগে ভারতে এসেছিলেন ফুটবলের এই জাদুকর। ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন মেসি।
ঢাকা/সুচরিতা/রাসেল