ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসি জানালেন, ‘খুব শিগগিরই দেখা হবে ভারত’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৯, ২৮ নভেম্বর ২০২৫
মেসি জানালেন, ‘খুব শিগগিরই দেখা হবে ভারত’

ভারতজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আরও এক ধাপ বাড়িয়ে লিওনেল মেসি নিশ্চিত করলেন তার বহু প্রতীক্ষিত ‘গোট ট্যুর’–এর তালিকায় যুক্ত হয়েছে হায়দরাবাদের নামও। আগে থেকেই কলকাতা, মুম্বাই ও দিল্লি সফরের কথা জানা থাকলেও এবার চতুর্থ শহর হিসেবে যুক্ত হলো দক্ষিণ ভারতের এই শহরটি।

নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ও ফেসবুকে মেসি লিখেছেন, “ভারত থেকে পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ! কয়েক সপ্তাহ পরই শুরু হচ্ছে গোট ট্যুর। কলকাতা, মুম্বাই ও দিল্লির পাশাপাশি এবার হায়দরাবাদেও আসছি আমি। খুব শিগগিরই দেখা হবে ভারত!”

আরো পড়ুন:

১৩ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হবে মেসির প্রথম অনুষ্ঠান। যেখানে থাকছে ‘গোট কনসার্ট’ এবং ‘গোট কাপ’। সেখানে মেসির সঙ্গে মাঠে নামতে পারেন ভারতের কিংবদন্তিরা- সৌরভ গাঙ্গুলি, ভাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেইস।

কলকাতার এই জমকালো আয়োজন শেষ করেই একই রাতে মেসি উড়াল দেবেন হায়দরাবাদে, গোট ট্যুরের দক্ষিণাঞ্চলীয় আয়োজনের জন্য।

হায়দরাবাদের ইভেন্টেও থাকছে অন্যান্য শহরের মতোই- ছোট্ট একটি ফুটবল ম্যাচ, ফুটবল ক্লিনিক, মিউজিক্যাল ট্রিবিউট ও সংবর্ধনা অনুষ্ঠান।

মেসির এই ভারত সফরের টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। মূল্য শুরু হওয়ার সম্ভাবনা সর্বনিম্ন প্রায় ৩ হাজার ৫০০ রুপি।

হায়দরাবাদ যুক্ত হওয়ায় গোট ট্যুর এখন সত্যিকারের সর্বভারতীয় আকার পেয়েছে। সফরের সময়সূচি এমন-
১৩ ডিসেম্বর- পূর্ব ভারত: কলকাতা এবং দক্ষিণ ভারত: হায়দরাবাদ।
১৪ ডিসেম্বর- পশ্চিম ভারত: মুম্বাই।
১৫ ডিসেম্বর- উত্তর ভারত: দিল্লি।

মুম্বাই লেগে মেসি অংশ নেবেন ‘প্যাডেল গোট কাপে’। এই অংশে তার সঙ্গে থাকতে পারেন শাহরুখ খান, শচীন টেন্ডুলকার, এমএস ধোনি ও বলিউড তারকারা।

আগে শোনা গিয়েছিল মেসি সফরে আহমেদাবাদ ও কেরালার কোচি যুক্ত থাকবে। তবে শেষ মুহূর্তে সেই আয়োজন বাতিল হয় এবং হায়দরাবাদ নেয় বিকল্পের জায়গা।

মেসি সর্বশেষ ভারতে এসেছিলেন ২০১১ সালে। সেবার তিনি আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে। ১৪ বছর পর আবার সেই মাটিতেই তার উপস্থিতি। যা ফুটবলপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়