ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জার্সি বিক্রিতে রিয়াল-বার্সার কাতারে মায়ামি, উত্থানের পেছনে মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫১, ১২ জানুয়ারি ২০২৬
জার্সি বিক্রিতে রিয়াল-বার্সার কাতারে মায়ামি, উত্থানের পেছনে মেসি

লিওনেল মেসির আগমন যে ইন্টার মায়ামিকে বদলে দিয়েছে- তা মাঠের ফলাফলে যেমন, তেমনি স্পষ্ট ব্যবসায়িক সাফল্যেও। ২০২৫ সালে বিশ্বজুড়ে সর্বাধিক জার্সি বিক্রির তালিকায় জায়গা করে নিয়েছে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি। অবিশ্বাস্য হলেও সত্য, জার্সি বিক্রিতে তারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ফুটবল জায়ান্টদের সঙ্গে।

২০২৩ সালের গ্রীষ্মে মেসি সাউথ ফ্লোরিডায় পা রাখার পর থেকেই ‘লাস গার্জাস’ যেন এক বৈশ্বিক ব্র্যান্ডে রূপ নিয়েছে। তারই সরাসরি প্রমাণ মিলছে জার্সি বিক্রির পরিসংখ্যানে—যেখানে ইন্টার মায়ামির উত্থান চোখে পড়ার মতো।

আরো পড়ুন:

ইউরোমেরিকাস স্পোর্ট মার্কেটিং– এর সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী জার্সি বিক্রিতে পঞ্চম স্থানে রয়েছে ইন্টার মায়ামি। তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ (৩১ লাখ ৩৩ হাজার), এরপর বার্সেলোনা (২৯ লাখ ৪০ হাজার), প্যারিস সেন্ত জার্মেই (২৫ লাখ ৪৬ হাজার) ও বায়ার্ন মিউনিখ (২৩ লাখ ৭৭ হাজার)।

এই তালিকায় ইন্টার মায়ামির বিক্রি ২১ লাখ ৬৬ হাজার জার্সি। মেসির আগমনের আগে যে ক্লাবটি এমন কোনো বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ছিল না, এমনকি এমএলএসের শীর্ষ বিক্রেতাদের ধারেকাছেও নয়; সেখান থেকে এই উত্থান কার্যত রূপকথার মতো।

শীর্ষ দশে আরও রয়েছে বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার ইউনাইটেড, ফ্লামেঙ্গো, চেলসি ও আল-নাসর। বার্তাটা একেবারেই পরিষ্কার- মেসির উপস্থিতি ইন্টার মায়ামির বৈশ্বিক পরিচিতিকে নতুন মাত্রা দিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৫ ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির অংশগ্রহণও আন্তর্জাতিক অঙ্গনে ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এমএলএস কাপ জয়ের পর ২০২৬ মৌসুমে তাদের নতুন লক্ষ্য- মহাদেশীয় মঞ্চে নিজেদের প্রমাণ করা এবং কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শিরোপার দিকে ছুটে চলা।

মাঠে মেসির জাদু যেমন ভক্তদের টানে, তেমনি মাঠের বাইরে তার নামই ইন্টার মায়ামিকে এনে দিয়েছে বিশ্বফুটবলের অভিজাত বৃত্তে প্রবেশের টিকিট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়