মানবশূন্য কাবাচত্বর (ভিডিও)
লোকমান বিন নূর হাসেম, সৌদি আরব থেকে || রাইজিংবিডি.কম
কাবাচত্বর হাজারো মুসল্লির লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকতো সব সময়। ঝড়, বৃষ্টি কিংবা প্রখর রোদ কোনো কিছুই যেখানে বাধা হয়ে দাঁড়াতে পারিনি।
সেই কাবাচত্বর মানবশূন্য। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) আছরের নামাজের পর সৌদি পুলিশ কাবা শরীফের সব মুসল্লিদের বের করে দেন। পবিত্র বায়তুল্লাহ কাবাঘর, মসজিদুল হারাম ও মদিনা মসজিদে নববী পরিচ্ছন্নতার জন্য মাত্র ২০ মিনিট বন্ধ ছিল। তবে তখনো ভিতরে (শুধু কাবা চত্বর ব্যতিত) ওমরাহ ও তাওয়াফ চলছিল। স্মরণকালে এমন দৃশ্য দেখা যায়নি।
সৌদি আররে করোনাভাইরাস ছড়িয়ে পড়া থেকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে দেশটিতে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন করে যেন আর কেউ আক্রান্ত না হয়, সেজন্য এই বাড়তি সতর্কতা অবলম্ব করা হয়েছে।
সৌদি নাগরিকসহ বিদেশি সবার জন্য ওমরাহ পালন সাময়িক স্থগিত করেছে সৌদি আরব। মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের এমন ঘটনা বিরল।
কাবা শরীফের চারিপাশের অংশ জনমানবশূন্য করার পেছনে পরিষ্কারের বিষয়টিও জড়িত। করোনা ভাইরাস থেকে ওমরাহ পালনকারীদের সুরক্ষার জন্য এটিকে জীবাণুমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।
সৌদি আরব/লোকমান/সাইফ
রাইজিংবিডি.কম