মালয়েশিয়ায় বাংলাদেশির মরদেহ উদ্ধার, আটক ১
মালয়েশিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিখোঁজের ২১ দিন পর মালয়েশিয়ার পেনাং প্রদেশে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় নিহতের এক আত্মীয়কে আটক করা হয়েছে।
নিহত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ রাজিব মিয়া (২৯)।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দেশটির গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পুলিশ জানায়, পেনাং রাজ্যের জুরু সিম্পাং আম্পাতের জেরেরিনিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে পয়ঃনিষ্কাশন নালা থেকে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাজিব মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, রাজিব ইউনিফর্ম বিক্রির কারখানায় কাজ করতেন। গত ১৫ জানুয়ারি নিখোঁজ হন তিনি। তবে রাজিবের নিখোঁজের বিষয়ে পুলিশে কোনো রিপোর্ট করেনি কেউ।
পুলিশের কাছে স্বদেশিকে হত্যা করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার ওই বাংলাদেশি। তবে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানাতে পারেনি। তদন্তের স্বার্থে আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
ওই কারখানার বিক্রয় ব্যবস্থাপক জানান, শুক্রবার দুপুরে কারখানার পাশের নালায় দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
একটি ছুরি, লোহার হাতুড়ি এবং রক্তের চিহ্নযুক্ত একটি লোহার রড পাওয়া গিয়েছিল মৃত্যু দেহ থেকে প্রায় দুই মিটার দূরে। সেবেরাং পেরাই টেংগা পুলিশের সহকারী কমিশনার শফি আবদ সামাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সেবারাং হাসপাতালে পাঠানো হয়েছে।
মালয়েশিয়া/রাজু/এসএন