ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

বিজয় দিবসে মালয়েশিয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১৭ ডিসেম্বর ২০২৩  
বিজয় দিবসে মালয়েশিয়ায় আওয়ামী লীগের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে কুয়ালালামপুরে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল।

মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হক জোসেফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা। এ সময় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ সিআইপি, সহ-সভাপতি রাশেদ বাদল, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি হুমায়ূন কবির, দাতো আক্তার হোসেন, দাতো শ্রী সহ-সভাপতি জালাল উদ্দীন সেলিম, সহ-সভাপতি মনির বিন আমজাদ, আবদুর রউফ রিটন, প্রচার সম্পাদক আবদুল বাতেন, কামাল হোসেন, জাকির হোসেন, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, রানা কাজি, আবদুল হাকিম ভূঁইয়া, আপেল মাহমুদ, ছাত্রলীগ নেতা জুয়েল ও আনিস।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শওকত হেসেন পান্না বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ দীর্ঘ ২৩ বছর বঙ্গবন্ধু কত সংগ্রাম করেছেন, জেল জুলুম সহ্য করেছেন শুধু বাঙালি জাতির মুক্তির জন্য। অবশেষে ১৯৭১ এ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন দেশটি পেয়েছি। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে গুছিয়ে আনছিলেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একাত্তরের পরাজিত শক্তির হাতে নিহত হন বঙ্গবন্ধু।

তিনি বলেন, সে পরাজিত শক্তি এখনও বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়া অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়