বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দুবাইয়ে শোক ও দোয়া মাহফিল
মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে কনস্যুলেটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নিহতদের স্মরণে বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় দুর্ঘটনায় শিক্ষার্থীসহ সকল নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। দোয়া অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
সোমবার (২১ জুলাই) ঢাকা উত্তরায় মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণরত ফাইটার বিমান দূর্ঘটনায় বুধবার (২৩ জুলাই) বিকেল পর্যন্ত ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে।
ঢাকা/মেহেদী