ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উলিপুরে অটোরিকশা খাদে পড়ে মুক্তিযোদ্ধাসহ আহত ৯

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উলিপুরে অটোরিকশা খাদে পড়ে মুক্তিযোদ্ধাসহ আহত ৯

কুড়িগ্রাম সংবাদদাতা : জেলার উলিপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুরের বেইলি ব্রিজের পাশে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আট মুক্তিযোদ্ধা ও  চালকসহ ৯ জন আহত হয়েছেন।

আহতরা হলেন - দুর্গাপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মশিউর রহমান (৬২), মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৬৮), রোস্তম আলী (৭০), সাইফুর রহমান বকসী (৬৪), ওসমান গণি (৬৫), আবু ইউসুফ সরকার (৭০), আব্দুস সাত্তার (৬৭), আব্দুর রহিম (৫৫) এবং অটোচালক আব্দুর রশীদ (২৭)। এদের মধ্যে মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সরকারকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে উলিপুরের পাঁচপীর মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলনের পর অটোরিকশায় উলিপুরের বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান জানান, গুরুতর আহত একজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং পাঁচজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আল সাইদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।




রাইজিংবিডি/কুড়িগ্রাম/১৬ ডিসেম্বর ২০১৭/বাদশাহ সৈকত/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়