ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘যানজটের জন্য শুধু বন্দর দায়ী নয়’

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যানজটের জন্য শুধু বন্দর দায়ী নয়’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সমুদ্র বন্দরকেন্দ্রিক যানজট নিরসনে সব সংস্থার সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

বন্দরের চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক জলাবদ্ধতা, পোর্ট কানেকটিং (পিসি) সড়ক সংস্কার, বারিক বিল্ডিং থেকে ফকিরহাট পর্যন্ত ওয়াসার পাইপ লাইন ও সিমেন্ট ক্রসিং এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য মূল সড়ক সংকুচিত হয়ে যানজট বেড়েছে।

এই যানজটের জন্য বন্দর এককভাবে দায়ী নয় বলে মন্তব্য করেন বন্দর চেয়ারম্যান।

রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, তীব্র যানজটের জন্য মূলত প্রাকৃতিক দুর্যোগ, বন্দরের যানবাহন ও গণপরিবহনের একই সড়কে চলাচল ও শহরের জন্য বিকল্প সড়ক তৈরি না হওয়াকে চিহ্নিত করা যায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম, সচিব ওমর ফারুক এবং বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ জুলাই ২০১৯/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়