ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বুলবুলের প্রভাবে নিখোঁজ জেলের লাশ উদ্বার

উপজেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুলবুলের প্রভাবে নিখোঁজ জেলের লাশ উদ্বার

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে বঙ্গোপসাগরে নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলে বেলালের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা তিনটায় কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকত থেকে তার লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। নিহত বেলাল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীরহাট গ্রামের কুরবান আলীর ছেলে।

জেলেরা জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকার বন্ধ রেখে তারা উপকূলের নিরাপদ আশ্রয়ে ফিরছিলেন। পথে ‘এফবি মা কুলসুম’ নামের ট্রলারটি শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাতটায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে।

সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে যায় বেলাল। তাৎক্ষণিকভাবে বেলালকে উদ্ধারের জন্য অন‌্য জেলেরা চেষ্টা চালান। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার বেলা তিনটায় কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকতের বালু চরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশকে খবর দেন তারা। সংবাদ পেয়ে মহিপুর থানা পুলিশ সেখান থেকে জেলে বেলালের লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, এফবি মা কুলসুম ট্রলারের মালিক আবুল কলাম। তিনি জেলে বেলালের লাশ সনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষ করে বেলালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


কলাপাড়া (পটুয়াখালী)/ইমরান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়