ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্ত্রীর যৌতুকের মামলায় পুলিশ পরিদর্শক কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীর যৌতুকের মামলায় পুলিশ পরিদর্শক কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুক দাবির মামলায় পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সালাউদ্দিন কুমিল্লার কোতয়ালি থানার ওসি (তদন্ত) ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের মেড্ডা এলাকার তাহমিনা আক্তারের সঙ্গে সালাউদ্দিনের দ্বিতীয় বিয়ে হয়। গত ১ ডিসেম্বর দুপুরে সালাউদ্দিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক দাবি করার অভিযোগে এজাহার দায়ের করেন তাহমিনা আক্তার। বিচারক সমন জারি করে সালাউদ্দিনকে ১৫ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকার মৃত শরাফ উদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী উত্তরমাদ্রাসা এলাকার সালাউদ্দিনের দ্বিতীয় বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের মেয়ে সন্তান রয়েছে।

গত তিন-চার মাস আগে তাহমিনার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন সালাউদ্দিন। যৌতুকের টাকা না দিলে অন্যত্র বিয়ে করার হুমকি দেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাহমিনাকে মারধর করেন।

গত ২ ডিসেম্বর সালাউদ্দিনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বাদীপক্ষের আইনজীবী তাসলিমা সুলতানা খানম বলেন, যৌতুক নিরোধ আইনের মামলায় আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়