ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে বৈপ্লবিক পরিবর্তন এসেছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘কিছুদিন আগেও দেশের মানুষকে বিদেশে অপমানিত হতে হতো। বলা হতো, ভিক্ষুকের জাতি। অথচ আজ দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে দেশে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে।’

শুক্রবার সকালে কুমিল্লায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১০ দিনব্যাপি স্পেশাল মোটিভেশনাল ক্লাস-রেজিমেন্ট ক্যাম্পিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ময়নামতি রেজিমেন্টের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ।

ক্যাম্পিংয়ে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, সিলেট, সুনামগঞ্জ, ব্রহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১০০ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

 

কুমিল্লা/ ইমরুল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়