ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পদ্মায় নৌকাডুবি : আরেক লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মায় নৌকাডুবি : আরেক লাশ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে বিয়ে বাড়ির দুটি নৌকাডুবির ঘটনায় আরেক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে জেলার চারঘাটে মনি খাতুন (৪২) নামে বোরকা পরা ওই নারীর লাশ নদীতে ভেসে ওঠে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত মনি কনে সুইটি খাতুনের চাচি। এর আগে এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসাপাতালে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশু মারা গেছে।

আব্দুর রউফ জানান, উদ্ধারকাজে যোগ দিতে সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাঁচ সদস্যের এক দল ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছে। মহানগরীর শ্রীরামপুর এলাকার বিপরীতে মাঝপদ্মায় যেখানে নৌকা দুটি ডুবেছে সেখানেই তারা উদ্ধার কাজ শুরু করেছেন।

কিছুটা দূরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ভাটিতে চারঘাটের ফায়ার সার্ভিসের আরেক দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। স্পিডবোট নিয়ে ঘুরছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরাও।

নিখোঁজের সঠিক সংখ্যা  বলা যাচ্ছে না উল্লেখ করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, ‘তবে ৩০ থেকে ৩৫ জন হতে পারে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।’

এরআগে, শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০-৩৫ জন নিখোঁজ রয়েছেন। বিয়ে পরবর্তী অনুষ্ঠান শেষে বরের বাড়ি থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়