Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৩ এপ্রিল ২০২১ ||  চৈত্র ৩০ ১৪২৭ ||  ২৮ শা'বান ১৪৪২

রাজশাহীতে প্রস্তুত পুলিশের করোনা রেসপন্স টিম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে প্রস্তুত পুলিশের করোনা রেসপন্স টিম

করোনা রেসপন্স টিম (সিআরটি) নামে একটি বিশেষ দল গঠন করেছে রাজশাহী জেলা পুলিশ। এ দলকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)।

বুধবার (২৫ মার্চ) রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জরুরি ভিত্তিতে দ্রুত সাড়া প্রদান ও বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরো বেশি কার্যকর করতে ‘করোনা রেসপন্স টিম’ মাঠে কাজ করবে। এ টিমের সদস্য ৩০ জন। এর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান। টিমের সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে বিশেষ ব্রিফিং করা হয়েছে। 

পুলিশ সুপার বলেন, এ টিম রাজশাহী জেলার যেকোনো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিষয়ে দ্রুত সাড়া প্রদান করবে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে জনগণকে করোনাভাইরাস প্রতিরোধে পরামর্শ দেবে।

 

রাজশাহী/তানজিমুল/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletলকডাউন: ১৪-২১ এপ্রিল। যা যা চলবে: ১. বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিস। ২. পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না ৩. শিল্প-কারখানা ৪. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিসেবা, যেমন, কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বর্হিভূত থাকবে। ৫. ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ৬. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। ৭. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে || যা যা বন্ধ থাকবে: ১. সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ২. সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে ৩. শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে