ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুলিশ-সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 পুলিশ-সাংবাদিক সেজে চাঁদাবাজি, আটক ৩

গাজীপুরে পুলিশ সেজে ও সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্থানীয় হাট-বাজারে চাঁদাবাজি করার সময় তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে গাজীপুর সদর উপজেলার মনিপুর খাস পাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আফজাল হোসাইন।

আটকরা হলেন—কিশোরগঞ্জের তাড়াইল থানার বাদেরা এলাকার আবুল কাশেমের ছেলে মো. কাইয়ুম (৪২), ঢাকার লালবাগ কেল্লা পার্ক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মনির (২৭) ও বরিশালের গৌরনদী থানার রাজারহার চাটসি এলাকার অমল ওরফে লালচাঁদ বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাস (৩৫)।

থানা পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসাইন জানান, করোনা ভাইরাস (কভিড-১৯) এর সংক্রমণ ও বিস্তার রোধে ঔষধ,কাঁচাবাজার ও খাদ্যদ্রব্যের দোকান  ব্যতীত অন্যান্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তকে পুঁজি করে কতিপয় দুষ্কৃতকারী নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে  স্থানীয় হাট-বাজারে দোকানদারদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে মনিপুর খাশপাড়া বাজারে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে দুইজনের পরনে পুলিশের পোশাক ছিল।

তাদের হেফাজত হতে দুই সেট পুলিশ ইউনিফর্ম ছাড়াও একটি মোবাইল ফোন এবং চাঁদাবাজি করা নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।


গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়