ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মৌলভীবাজারে ১১০ পরিবারকে খাদ্য সহায়তা

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৌলভীবাজারে ১১০ পরিবারকে খাদ্য সহায়তা

মৌলভীবাজার ১১০ জন অতি দরিদ্র, কর্মহীন বেকার ও অস্বচ্ছল পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) পৌর জনমিলন কেন্দ্রে জেলা প্রশাসনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এই সহযোগিতা করা হয়।

ত্রাণ বিতরণের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

ত্রাণ সামগ্রীর মধ‌্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, একটি সাবান, আধা লিটার তেল ও আধা কেজি লবণ।

ত্রাণ বিতরণকালে সেনা বাহিনীর একটি দল সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ‘খেটে খাওয়া দিনমজুর, নিম্ন আয়ের মানুষজনের কাছে জেলা প্রশাসনের খাবার সহায়তা অব্যাহত থাকবে। জেলা সদর ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমি নিজে গিয়ে খাবার ও অন্যান্য সহায়তা দিয়ে আসব।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। এজন্য আমরা দিনরাত কাজ করছি।’

 

সাইফুল্লাহ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়