ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৬২০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬২০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ছাত্রলীগ

বাড়িতে বাড়িতে গিয়ে সুবিধাবঞ্চিত ৬২০টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের কর্মীরা।

রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। সদর উপজেলার পৌর এলাকার মেড্ডা, পাইকপাড়া, তিতাসপাড়া ও ট্যাংকেরপাড় এলাকার ৬২০টি পরিবারের কাছে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন তারা।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পিঁয়াজ, ৫ কেজি আটা, ১ টি ডেটল সাবান ও ২টি খাবার স্যালাইন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পদক লিমন আল স্বাধীন জানান, দুর্যোগেই মনুষত্বের পরিচয়। আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।

প্রধানমন্ত্রীর নির্দেশ ও স্থানীয় সংসদ সদস্যের আদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে ঘরে থাকা অসহায় ও দরিদ্র ৬২০টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী আমরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি। যাতে কেউ খাদ্যের কষ্টে না থাকে।’


মাইনুদ্দীন রুবেল/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ