ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৩ মামলা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৩ মামলা

চাঁপাইনবাবগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নির্দেশ অমান্য করায় ২৩টি মামলা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, পৌর এলাকার পুরাতন বাজার, নিমতলা, খালঘাট ও সদর উপজেলার রামজীবনপুর এলাকায় মোট ২৩টি মামলা হয়। এরমধ্যে ৭টি দোকান ও ১৬ জন পথচারীকে ৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহানের নেতৃত্বে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ শিবতলা এলাকায় এক দোকানদারকে ২ হাজার টাকা ও সুইসগেট এলাকায় একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বারঘরিয়ায় একজনকে ১ হাজার টাকা ও নতুন স্টেডিয়াম এলাকায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রাতে রামচন্দ্রপুর হাট, ঘোড়াস্টান্ড, মেলার মোড়, ফিল্ডের হাট, বারঘরিয়া, রাজমহল হল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ২১ জনকে বিভিন্ন পরিমানে অর্থদণ্ড দেন।

ওষুধের দেকান ছাড়া যে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল তাদের বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।

 

জাহিদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়