ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে করোনা আক্রান্ত সেই চিকিৎসক ঢাকার পথে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে করোনা আক্রান্ত সেই চিকিৎসক ঢাকার পথে

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত চিকিৎসককে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আইসিইউ অ্যাম্বুলেন্স করে তার স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুরে ওই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানোরর সিদ্ধান্ত নেওয়া হয়। তার সঙ্গে স্ত্রীও ঢাকায় যাচ্ছেন, তিনিও হাসপাতালে আইসোলেশনে ছিলেন।’

উল্লেখ্য, শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন ওই চিকিৎসক। তবে মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) নিয়ে আসা হয়। রাত সাড়ে ১১টায় তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরে রাত সাড়ে ১২ টার দিকে তার অবস্থার উন্নতি হলে তাকে আবারও কেবিনে নিয়ে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।

এর আগে, গত রোববার সন্ধ্যায় আইইডিসিআর থেকে এই চিকিৎসকের করোনা পজিটিভি রিপোর্ট আসে। তিনিই সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত যে কয়জনের রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছিল তিনি ছাড়া বাকি সকলেরই রিপোর্ট করোনা নেগিটিভ এসেছে।

 

সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়