ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গলায় খাবার আটকে মৃত্যু, করোনার ভয়ে কাছে যাননি চিকিৎসক

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গলায় খাবার আটকে মৃত্যু, করোনার ভয়ে কাছে যাননি চিকিৎসক

মানিকগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাংস আটকে চঞ্চল হোসেন নামের (২০) এক যুবকের মৃত্যু হয়েছে ।

নিহতের পরিবারের অভিযোগ, মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনার পর করোনা আতঙ্কে কোন ডাক্তার কাছে না আসায় বিনা চিকিৎসায় চঞ্চলের মৃত্যু হয়েছে ।

বুধবার (২০ মে) দুপুরে এ ঘটনা ঘটে । নিহত চঞ্চল মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ।

চঞ্চলের বোন সুমাইয়া আক্তার জানান, ঢাকার একটি প্রেসে চাকরি করেন তার ভাই চঞ্চল। বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি আসেন তিনি। বাড়িতে এসে তাড়াহুড়া করে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার সময় এক টুকরো মাংস তার গলায় আটকে যায়। এরপর তাকে নিয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তারা। তবে হাসপাতালে নিয়ে আসার পরে করোনা আক্রান্ত সন্দেহে তার পাশে আসেনি কোনো চিকিৎসক। এর কিছুক্ষণ পর চঞ্চল মারা গেছে বলে তাদেরকে জানানো হয় জরুরি বিভাগ থেকে।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ মাহফুজ জানান, হাসপাতালে আনার আগেই গলায় মাংস আটকে মৃত্যু হয় চঞ্চলের। হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ইসিজি করে বিষয়টি নিশ্চিত করে তাদেরকে জানানো হয়।


মানিকগঞ্জ/আব্দুল আলীম/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়