ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাঘায় ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৬

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাঘায় ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৬

রাজশাহীর বাঘা উপজেলায় একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে বাঘার পদ্মার চরের নওশারা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাটি রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকায়।

নওশারা জামে মসজিদের বর্তমান ইমামকে রাখা না রাখা নিয়ে সংঘর্ষ বাঁধে। মসজিদটি লালপুর সীমানার মধ্যে পড়েছে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘‘এলাকার একপক্ষ বলছিল, নওশারা জামে মসজিদের বর্তমান ইমামের নামাজ পড়ানো ভালো নয়। তাকে বাদ দিয়ে অন্য ইমাম নিয়োগ দিতে হবে। তারা লালপুরের এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দিতে চান। অন্যপক্ষ বর্তমান ইমামকেই রাখতে চান।

‘এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একপক্ষ অন্যপক্ষকে এয়ারগান দিয়ে গুলি করেছে। পাঁচজনের হাতে, বুকে, পিঠে, নাকে গুলি লেগেছে। তবে স্থানীয়রা বলছেন, গুলিতে আহত হয়েছেন ছয়জন। এছাড়া লাঠির আঘাতে দুইপক্ষের আরও অন্তত চারজন আহত হয়েছেন।”

ওসি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কারও অবস্থা আশঙ্কাজনক নয়। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এয়ারগান উদ্ধারে তল্লাশি চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়