ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনা আক্রান্ত

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের প্রধান ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার বৃদ্ধ মা’ও আক্রান্ত।

বৃহস্পতিবার (২৭ মে) তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি গত ২৪ মে করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি দাপ্তরিকভাবে মন্ত্রণালয়কে জানিয়ে তিনি হোম আইসোলেশনে চলে যান। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনা আক্রান্ত হওয়ায় অধিদপ্তরের এক দাপ্তরিক আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, মাঠ পর্যায়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় দিন-রাত কঠোর পরিশ্রম এবং দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৪ মার্চ থেকে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তিনি ছাড়াও তার মা রাজিয়া কবীর, তার দপ্তরের সমন্বয়কারী কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী এবং গাড়িচালক ফরহাদ রহমানও করোনায় আক্রান্ত।

 

রেজাউল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়