ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুন্দরবনে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুন্দরবনে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ হচ্ছে

সুন্দরবনের সব নদী ও খালে ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ দুই মাস বেশিরভাগ মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৪ জুন থেকে সুন্দরবনে প্রবেশ পাস ও পারমিট বন্ধ রেখেছে বন বিভাগ। গত বছরেও এ দুই মাস সুন্দরবনে মাছ ধরা বন্ধ ছিল।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেছেন, ‘সুন্দরবনের মৎস্যসম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস (আইআরএমপি) অনুযায়ী, ২০১৯ সালে সুন্দরবন বন বিভাগ একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর অংশ হিসেবে প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুন্দরবনের (পূর্ব ও পশ্চিম) সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকবে। ফলে সুন্দরবনের নদী খালে যেমন মাছ বৃদ্ধি পাবে, তেমনি অন্যান্য প্রাণি, উদ্ভিদসহ সব জীবের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিবছর এ সময়ে সুন্দরবনের ভেতরে মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময়ে চোরা শিকারিরা যাতে তৎপর হতে না পারে সেজন্য বনে টহল জোরদার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ২৪ জুন থেকে জেলেদের পারমিট দেওয়া বন্ধ রেখেছি। ২৩ তারিখ পর্যন্ত যাদেরকে পারমিট দেওয়া হয়েছে তাদেরকে অবশ্যই ৩০ জুনের মধ্যে ফিরে আসতে হবে। ৩০ জুনের পরে কাউকে বনের মধ্যে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


বাগেরহাট/টুটুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়