ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টি কম হওয়ায় কমতে শুরু করেছে নদ-নদীর পানি।

সুনামগঞ্জ পৌরশহরের কাজিরপয়েন্ট, উকিলপাড়া, বড়পাড়া, তেঘরিয়া, সাহেববাড়ীসহ অধিকাংশ এলাকার পানি নেমে গেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, জামালগঞ্জসহ অধিকাংশ উপজেলার জেলা শহরের সঙ্গে সরাসির সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে রয়েছে এখনো।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্রে নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ‘জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। গতকাল (২৯ জুন) সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলার সবগুলো সরকারি প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র করা হয়। বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছিল। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’

 

আল আমিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়