ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিটনেস-হেলমেটের অভিযানে পুরুষের পাশাপাশি নারী সার্জেন্টরাও

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিটনেস-হেলমেটের অভিযানে পুরুষের পাশাপাশি নারী সার্জেন্টরাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীতে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র বিহীন যানবাহন এবং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। হেলমেট বিহীন চালকের মোটরসাইকেলে জ্বালানি তেল বিক্রিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃংখলা ফিরিয়ে আনতে চেকপোস্ট বসিয়ে প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে। চাপ সামলাতে পুরুষ ট্রাফিক সার্জেন্টদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন নারী সার্জেন্টরাও।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের চেক পোস্ট ও প্রচারণা ক্যাম্প স্থাপন করে অভিযান ও প্রচারণা দু’টোই অব্যাহত রয়েছে।

কুসুম দেওয়ান বলেন, ‘সড়কে কেবল যানবাহনে শৃংখলা আনলেই সড়ক নিরাপদ হবে না, পথচারীদেরও সচেতন হতে হবে৷ তাই পথচারীরা যাতে ট্রাফিক আইন মেনে চলাচল করেন, রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং ব্যবহার করেন এবং যেখানে ফুটওভার ব্রিজ আছে সেখানে সেটি যেনো ব্যবহার করেন- সে ব্যাপারেও সচেতন হতে হবে।’

চট্টগ্রাম নগরীতে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী নারী ট্রাফিক সার্জেন্ট মেমী রাইজিংবিডিকে জানান, যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র বা ফিটনেস নেই সেসব যানবাহন আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে। সরকারি-বেসরকারি কোন গাড়িকেই ছাড় দেওয়া হচ্ছে না।

এদিকে আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম মহানগরীতে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের কাছে জ্বালানী তেল বিক্রি না করতে নির্দেশনা নগরীর সব পেট্রোল পাম্পে ঝুলিয়ে দেওয়া হয়েছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/৬ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়