ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু ইস্যুতে শিক্ষক অবরুদ্ধ: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৫  
জকসু ইস্যুতে শিক্ষক অবরুদ্ধ: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীনসহ শিক্ষকদের অবরুদ্ধ করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “জকসু নির্বাচন স্থগিতের পর নিজ বিভাগে একাডেমিক কাজে ব্যস্ত থাকার সময় ৩০-৪০ জনের একটি দল তাকে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক দৌড়ে এসে বিভাগের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয়। পরে হ্যান্ড মাইক নিয়ে একদল শিক্ষার্থী সেখানে অশ্রাব্য স্লোগান দেয় এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে।”

বিষয়টি জানতে পেরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ঘটনাস্থলে গেলে তাকেও ‘দালাল’ স্লোগানের মুখে পড়তে হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার নিন্দা জানিয়ে ড. রইছ উদ্দীন বলেন, “আমাকে অবরুদ্ধ করার অর্থ পুরো শিক্ষক সমাজকে অবরুদ্ধ করা। একজন শিক্ষক যদি এভাবে নিরাপত্তাহীনতায় পড়েন, তবে সাধারণ শিক্ষকদের নিরাপত্তা কোথায়?”

তিনি আরো বলেন, “সিন্ডিকেট সভায় সর্বসম্মত সিদ্ধান্তেই জকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু পেজ ও শিক্ষার্থী তাকে দায়ী করে অপপ্রচার চালাচ্ছে “

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের বহিষ্কার বা শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সাধারণ সভা ডেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোরে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সৃষ্ট পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। এ সিদ্ধান্তের জেরে একদল শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে শিক্ষক অবরুদ্ধ ও কুরুচিপূর্ণ স্লোগান দেয় বলে অভিযোগ ওঠে।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়