ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মৃত্যুতে ডিএমপি ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৩০ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়ার মৃত্যুতে ডিএমপি ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক শোক বার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানান।

আরো পড়ুন:

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক বার্তায় শোক প্রকাশ করে বলেছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্বদানসহ তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনায় দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের স্বাক্ষর রেখে গেছেন। নারী নেতৃত্বের এক উজ্জল দৃষ্টান্ত হিসেবেও তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়