ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠি-১: এনসিপি প্রার্থী মিতুকে হত্যার হুমকি

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৫  
ঝালকাঠি-১: এনসিপি প্রার্থী মিতুকে হত্যার হুমকি

ঝালকাঠি-১ আসনে এনসিপি প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উঠছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

মাহমুদা আলম মিতুর সেই স্ট্যাটাসটি রাইজিংবিডির পাঠকদের জন্য তুলে ধরা হলো-

আরো পড়ুন:

‘‘আজকেও এই নাম্বার থেকে হত্যার হুমকি আসছে। 
আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হইছে। পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে হ্যান ত্যান বলছে।
আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম না এতদিন। 
কিন্তু জোটের আর ইলেকশন করবো জানার পর একদম বানোয়াট উদ্ভট গল্প বানিয়ে চরিত্র হরণ শুরু করছে। জোটের খবর আওয়ামী লীগের পুচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে।
আমি ভয় পাচ্ছি না, বিচলিত ও নই। আপনারাও বিচলিত হবেন না। ওদের লেখাগুলো পড়ার দরকার নাই। আল্লাহ ভরসা। আমার হাজবেন্ড বলছে এটা তো শুরু এ আই ভিডিও, ন্যুড ছবি এডিটেড ছবি এগুলোও শুরু হবে। 
দোয়ার আর্জি রইলো।’’

এ বিষয়ে জানতে চাইলে ডা. মাহমুদা আলম মিতু রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘এ ধরনের হুমকি নতুন নয়। এর আগেও পেয়েছি। তবুও, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে অনলাইনে জিডি করব ভাবছি।’’

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়