ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রিকেটের ভূমিকা নিয়ে খালেদা জিয়ার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট: আমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:১৭, ৩০ ডিসেম্বর ২০২৫
ক্রিকেটের ভূমিকা নিয়ে খালেদা জিয়ার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট: আমিনুল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। পৃথকভাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শোক জানান। ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি আমিনুল খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের অবদানের কথাও তুলে ধরেন। 

মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

আমিনুল খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘‘আমার খেলোয়াড়ি জীবনে যে প্রেরণা ও সমর্থন তিনি জুগিয়েছেন, তা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করছি। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং গোটা দেশকে একতাবদ্ধ করতে ক্রিকেটের ভূমিকা নিয়ে তার বোঝাপড়া ছিল প্রকৃত ও অটুট। তার তত্ত্বাবধানে বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে উল্লেখযোগ্য লাভবান হয়েছে সুযোগ-সুবিধা ও অবকাঠামোর উন্নয়নে, যা দেশজুড়ে খেলটির আরও শক্ত ভিত গড়তে সহায়তা করেছে।”

পৃথক করে আরাফাত রহমানকে নিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল বলেছেন, ‘‘ক্রিকেটে তার উত্তরাধিকার অবিচ্ছেদ্য হয়ে আছে তার প্রয়াত ছেলে আরাফাত রহমানের মাধ্যমেও, যার দূরদৃষ্টি ও উদ্যোগের অগ্রগামী প্রভাব ছিল বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নের পথচলায়। এত বছর ধরে খেলাটির উন্নতির পেছনে সেই সময়ের অগ্রসর চিন্তা ও বিনিয়োগের কৃতিত্ব অনেক।”

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়