ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি মোশতাকুর, সাধারণ সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৩১, ৩০ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি মোশতাকুর, সাধারণ সম্পাদক পাবেল

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম পাবেল (বাংলাদেশ প্রতিদিন-নিউজ২৪)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

নির্বাচিত অন্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন (কালবেলা), কোষাধ্যক্ষ সোহেল রানা (নাগরিক টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু (বাংলাদেশের খবর), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন (সংবাদ প্রতিদিন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খাঁন (আজকালের খবর), প্রচার সম্পাদক নাজিম উদ্দীন রানা (আজকের বিজনেস বাংলাদেশ)।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু (দৈনিক আমার দেশ) ও মো. আফজাল হোসেন (সবুজ জমিন)। এদিকে, সহ-সভাপতি পদে ভোট সমান সমান হওয়ায় এ পদে পুনরায় ভোটগ্রহণ হবে।

নবনির্বাচিত সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান বলেন, ‘‘সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ন্যায্য অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’’

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়