ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ২৮ কূটনীতিকদের স্বাক্ষর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ৩০ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ২৮ কূটনীতিকদের স্বাক্ষর

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে জিয়াউর রহমান ও খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর পর শোক বই খোলা হলে আন্তর্জাতিক প্রতিনিধি দল এতে স্বাক্ষর শুরু করেন।

আরো পড়ুন:

রাতে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৩টা থেকে এই শোক বইয়ে এখন পর্যন্ত ২৮টি দেশের কূটনীতিকরা স্বাক্ষর করেছেন।

এতে জানানো হয়, চীন, ভারত, পাকিস্তান জার্মান, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেনসহ, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ টি দেশের কূটনীতিকরা স্বাক্ষর করেছেন।

এছাড়া আরো একটি শোক বইয়ে দেশের রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের জন্য রাখা হয়েছে এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, চিন্তাবিদ ফরহাদ মজহার, ফুটবলার কায়সার হামিদও এই শোক বইয়ে স্বাক্ষর করেন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়