ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন ইসহাক দার, আসছেন জয়শঙ্করও

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন ইসহাক দার, আসছেন জয়শঙ্করও

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (বামে), ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

পাকিস্তান হাইকমিশনের সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে।

অন্যদিকে, ভারতীয় হাইকমিশন অফিস থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) হবে। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে এ জানাজা হবে। বুধবার আনুমানিক দুপুর ৩টা ৩০ মিনিটে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়