ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই দিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৯, ৩০ ডিসেম্বর ২০২৫
দুই দিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বরিশাল নদীবন্দর থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএ বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল শুরু হয়েছে।’’

আরো পড়ুন:

লঞ্চ চলাচল শুরু হলেও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা। আবদুল মোতালেব নামের একজন বলেন, ‘‘প্রচণ্ড শীত উপেক্ষা করে লঞ্চে উঠেছি। নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে ঢাকা পৌঁছাতে পারব কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।’’

এর আগে, গত রবিবার ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বরিশাল থেকে যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়