ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ৩০ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

আরো পড়ুন:

ডিএমপির নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হবে। জানাজা উপলক্ষে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিমোক্ত বিষয়গুলো প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

১. এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‍্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।

২. সোনারগাঁও মোড় হতে ফার্মগেট/বিজয়সরণি (কাজী নজরুল ইসলাম এভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবে।

৩. যথাসম্ভব কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক পরিহার করতে হবে।

৪. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিকে বিজয়সরণি/ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে।

৫. বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড হতে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়িসমূহকে মহাখালী-জাহাঙ্গীরগেট-কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে হবে।

৬. মিরপুর অঞ্চল হতে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হলো।

৭. মিরপুর অঞ্চল হতে রমনা-মতিঝিলগামী যানসমূহ মিরপুর রোডের শ্যামলী হতে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড বা লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

৮. পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং এর দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে।

৯. ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।

১০. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

১১. জানাজাস্থলকে খালি রাখার নিমিত্তে নিম্নবর্ণিত ক্রসিং সমূহে যান চলাচল বন্ধ থাকবে।

অর্থাৎ রাপা প্লাজা হতে গণভবন ক্রসিং, ফার্মগেট হতে মানিকমিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত বা আড়ং পর্যন্ত, বিজয় স্মরণি ক্রসিং হতে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

পার্কিং:
১. ঢাকা মহানগরের যানবাহন:
ক) পুরাতন বাণিজ্য মেলার মাঠ
২. ঢাকার বাহির হতে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহন;
ক) মতিঝিল বাণিজ্যিক এলাকা
খ) শাহবাগ থানা এলাকা
গ) উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌ বাজার/গরুর হাট এলাকা
ঘ) পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোড।

উপর্যুক্ত সব ডাইভারশনসমূহ আগামী ৩১ ডিসেম্বর সকাল ৭টা থেকে কার্যকর থাকবে। এসব বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।

ঢাকা/মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়