ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তহীন বিতর্কের বছরে সাফল‌্যের ছিটেফোঁটা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:০৩, ২৯ ডিসেম্বর ২০২৫
অন্তহীন বিতর্কের বছরে সাফল‌্যের ছিটেফোঁটা

‘‘সন্ধ‌্যা কাটে না অথচ বছর কেটে যায়’’ - মির্জা গালিবের উক্তি নিশ্চয়ই মনে আছে। নিয়ম করে সময় কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘণ্টা, প্রহর, দিন, সপ্তাহ, মাস…সবশেষে বছর। ক‌্যালেন্ডারের পাতা উল্টো দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ করার অপেক্ষা। 

এখন হিসেব কষার পালা। প্রাপ্তি-অপ্রাপ্তির খাতায় কাঁটাছেঁড়া করার পালা। সেই হিসেব করতে গিয়ে বেরুবে, এ বছর মাঠে খেলায় যতটুকু না সাফল‌্য, তার চেয়ে ধুলোটাই বেশি। মাঠের ২২ গজে প্রাপ্তি-অপ্রাপ্তি; দুইয়ের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তবে ঘটনাবহুল বছরে বাংলাদেশ ক্রিকেটে মিশে ছিল অপেশাদারিত্ব, অস্থিরতা এবং অশান্তি।

আরো পড়ুন:

ফিরে দেখা ক্রিকেটের ২০২৫

মাথা ব‌্যথার কারণ ‘বিপিএল’
শুরুতেই বিপিএলের কেলেঙ্কারি ও ক্রিকেটারদের পাওণা নিয়ে বিতর্ক। এগারতম আসর মাঠে গড়ানোর পর থেকেই ম‌্যাচ ফিক্সিংয়ের সন্দেহ উঠতে শুরু করে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়, অফিসিয়ালদের রাখা হয় সন্দেহভাজনের তালিকায়। বিসিবি দ্রুত তদন্ত কমিটি গঠন করে এবং নয় মাসব্যাপী তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেয়, যা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বোর্ড পরে আইসিসির সাবেক দুর্নীতি দমন প্রধান অ্যালেক্স মার্শালকে তাদের এসিইউ সংস্কারের জন্য নিয়োগ দেয়। তাকে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয় এবং তার সুপারিশের ভিত্তিতে সন্দেহভাজনদের পরবর্তী বিপিএল আসর থেকে নিষিদ্ধ করা হয়। সঙ্গে বিপিএলের পারিশ্রমিক নিয়ে জটিলতা তো ছিলই। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করে। ম‌্যাচ না খেলার হুমকি দেয়। তাদের চেক বাউন্স হয়। তাতে বিপিএল হারিয়ে ফেলে আসল জৌলুস।

যৌন হয়রানির অভিযোগ 
জাহানারা আলমসহ একাধিক নারী ক্রিকেটার গণমাধ‌্যমে যৌন হয়রানি নিয়ে অভিযোগ তুলেছেন। শুরুটা করেছিলেন জাহানারা আলম। এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন।

পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছেন তিনি। জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কোন প্রতিকার পাননি। তার অভিযোগের পর রুমানা আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি নিজেদের তিক্ত অভিজ্ঞতা গণমাধ‌্যমে জানান।

অভিযোগের প্রেক্ষিতে বিসিবি ৮ নভেম্বর পাঁচ সদস‌্যের তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার সময় বেঁধে দিয়েছিল বিসিবি। দ্বিতীয় দফা পিছিয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বাধীন তদন্ত কমিটি।

ক্ষমতার পালাবদল, বিতর্কিত নির্বাচন ও ‘নোংরামিতে নেই’ তামিম
শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি পদে বসেছিলেন ফারুক আহমেদ। নয় মাস গদিদে বসতে পেরেছিলেন। এ বছরের মে মাসে তাকে বিতর্কিতভাবে সরিয়ে দেওয়া হয়। সেই আসনে বসানো হয় আমিনুল ইসলামকে। শুরুতে অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তাকে নির্বাচন করতে দেখা যায়। গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল তামিম ইকবালের। কিন্তু ‘নোংরামির’ অভিযোগ তুলে তামিম নির্বাচন থেকে সরে যান। ফলে অনেকটা ফাঁকা মাঠে গোল দিয়ে বিসিবি সভাপতির আসনে ফের বসেন আমিনুল। আইন-আলাদত-কাদা ছোঁড়াছুঁড়ি সব হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। সেই রেশ এখনও এখনও রয়েছে। নির্বাচনের প্রভাবে ঢাকা লিগ বাতিল করে ৪৪টিরও বেশি ক্লাব।

হার্ট অ‌্যাটাকের থাবা
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথ‌মে মাইনর ও প‌রে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হ‌য়ে পড়েন তামিম। তাকে সাভারের কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতোটাই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধ‌রে সি‌পিআর ও তিনটি ডি‌সি শক দি‌তে হ‌য়ে‌ছে। এরপর দ্রুত এন‌জিওগ্রাম ক‌রে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লা‌গি‌য়ে‌ছেন চিকিৎসকরা। অবিশ্বাস্য গ‌তি‌তে হ‌য়ে‌ছে সব‌কিছু। চিকিৎসকদের প্রতিটি সিদ্ধান্ত সময়মতো হওয়ায় তামিম পেয়েছেন নতুন এক জীবন। তামিম নতুন জীবন পেলেও বছরের শেষ দিকে বাংলাদেশের ক্রিকেট কেঁদেছে। বিপিএলের ম‌্যাচের আগে ঢাকা ক‌্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ‌্যাকি মাঠে হার্ট অ‌্যাটাক করেন। হাসপাতালে নেওয়ার পথে মৃতু‌্যবরণ করেন তিনি। এছাড়া গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ মাঠে অসুস্থ হয়ে মারা যান।

তাওহীদের শাস্তি, অধিনায়ক বদলের নাটকীয়তা ও নির্বাচক-অধিনায়ক মুখোমুখি অবস্থানে
মাঠে পারফরম‌্যান্সের আগে মাঠের বাইরে ক্রিকেট প্রশাসনকে ব‌্যস্ত থাকতে হয়েছে সারা বছর। এপ্রিলে ঢাকা লিগে আইসিসির এলিট প‌্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের প্রতি অসদাচরণের দায়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাওহীদ হৃদয়কে নিষিদ্ধ করা হয়। এই ঘটনা খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। ক্রিকেটাররা তাওহীদের পাশে দাঁড়ান। আম্পায়াররা নিজেদের সম্মান ধরে রেখে একযোগে পদত‌্যাগের হুমকি দেন। পরে তাওহীদ পুরায় শৃঙ্খলাভঙ্গ করলে তাকে বড় শাস্তি দেয় বিসিবি।

এছাড়া নাজমুল হোসেন শান্তকে হুট করে ওয়ানডে নেতৃত্ব থেকে সরিয়ে মিরাজকে অধিনায়ক করা হয়। তাতে তিন ফরম‌্যাটে তিন অধিনায়ক পায় বাংলাদেশের ক্রিকেট। কোনো কারণ ছাড়া ওয়ানডে অধিনায়কত্ব হারানোয় অভিমানে শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন। যদিও বছর শেষে আবার দায়িত্ব বুঝে নেন। তিন ফরম‌্যাটে এখন অধিনায়ক বাংলাদেশের দায়িত্বে। নাজমুল টেস্টে, মিরাজ ওয়ানডে, লিটন টি-টোয়েন্টিতে।

অধিনায়কত্বের ইস্যু ছাপিয়ে যায় বছরের শেষ দিকে। শামীম হোসেন পাটোয়ারীর দল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে চলে যান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও অধিনায়ক লিটন দাস। দল তৈরিকে অধিনায়কের ভূমিকা থাকে না এমন দাবি করেন তিনি। গাজী আশরাফও ছেড়ে কথা বলেননি। অধিনায়ককে যেই দল দেওয়া হবে সেই দল নিয়েই খেলতে হবে এমন ঘোষণা দেন। প্রকাশ‌্যে দুজনের বক্তব‌্য চলে আসার পর কড়া সমালোচনা হয়। পরবর্তীতে দুইজনের কথা হয়। আলোচনা হয় এবং সাময়িক সমস‌্যার সমাধানও হয়।  

টি-টোয়েন্টিতে সফল, ব‌্যর্থ ওয়ানডেতে, টেস্টে ফিফটি-ফিফটি
৬ টেস্টে ৩ জয়, ২টিতে হার ও ১টিতে ড্র। বছরের টেস্ট ক্রিকেটের খতিয়ান এটি। পর্যালোচনা করলে বোঝা যাবে সাদা পোশাকের ক্রিকেটে এ বছর ভালোই করেছে বাংলাদেশ। ৩টি জয়ের সঙ্গে ১টিতে ড্র। এছাড়া বেশি কিছু উল্লেখযোগ‌্য পারফরম‌্যান্সও আছে। যার মধ‌্যে মুশফিকুর রহিমের শততম টেস্ট ম‌্যাচে সেঞ্চুরি বিরাট কিছু। ১১ জন ব‌্যাটসম‌্যান শততম টেস্টে সেঞ্চুরি পেলেও দুই ইনিংসে ৫০ ছাড়ানোর কীর্তিতে দ্বিতীয় মুশফিকুর।

ওয়ানডেতে ১১ ম‌্যাচে মাত্র ৩টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে ৭টি। টাই ১টি। চ‌্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পারফরম‌্যান্স ছিল একেবারেই বাজে। প্রত‌্যাশা অনুযায়ী কিছুই করতে পারেনি ওয়ানডে ক্রিকেটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ মনোযোগ বেশি দিয়েছে এই ফরম‌্যাটে। ৩০ টি-টোয়েন্টি খেলেছে এ বছর। যার ১৫টিতে জিতেছে। হেরেছে ১৪টিতে। ফল হয়নি ১ ম‌্যাচে। নিয়মিত দ্বিপক্ষীয় সিরিজের পাশাপাশি এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও খেলেছে বাংলাদেশ। সুপার ফোরে উঠার পর ফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু শেষটা ভালো করতে না পারায় শিরোপা ছোঁয়া হয়নি। হারের ভিতরে যন্ত্রণা বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার।

সাকিবের সাম্রাজ‌্যে হানা
সাকিবের অনুপস্থিতিতে তার সাম্রাজ‌্যে হানা দিয়ে যাচ্ছেন বাকিরা। টি-টোয়েন্টিতে সাকিবের ১৪৯ উইকেট ছাড়িয়ে এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক মোস্তাফিজুর রহমান। তার উইকেট ১৫৮টি। টেস্টে সাকিবের ২৪৬ উইকেটকে ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলাম। তার উইকেট ২৫০টি। লিটন টি-টোয়েন্টিতে সাকিবের ২৫৫১ রানের রেকর্ড ভেঙে নতুন অর্জনে নাম লিখিয়েছেন। এই সংস্করণে লিটনের রান ২৬৫৫।

সামগ্রিকভাবে, ২০২৫ সাল ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য মাঠের বাইরের অন্তহীন বিতর্কের বছর। সাফল‌্য এসেছে কালেভাদ্রে। যা বিতর্কের মাঝে সামান‌্যতম আঁচড় ফেলেছে কেবল।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়