ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীকে ১২৫ রানের টার্গেট দিল নোয়াখালী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫
রাজশাহীকে ১২৫ রানের টার্গেট দিল নোয়াখালী

বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচেও ব্যাটিংটা আশানুরূপ হল না নোয়াখালী এক্সপ্রেসের। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় জয় তুলে নিতে রাজশাহীকে করতে হবে ১২৫ রান।

নোয়াখালীর যে ১০ জন ব্যাটসম্যান মাঠে নেমেছিলেন, তাদের মধ্যে উল্লেখ করার মতো রান পান কেবল তিনজন। নতুন অধিনায়ক হায়দার আলী ৪টি চারে করেন সর্বোচ্চ ৩৩ রান। মাজ সাদাকাত ২ চার ও ১ ছক্কায় করেন ২৫ রান। আর মাহিদুল ইসলাম অঙ্কন করেন ২২ রান। তার ইনিংসে ১টি ছক্কার মার ছিল। এছাড়া শেষদিকে মেহেদী হাসান রানা ২ চারে করেন ১১ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

আরো পড়ুন:

বল হাতে রাজশাহীর সেরা ছিলেন রিপন মন্ডল। এই পেসার ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো ও হুসেন তালাত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়