ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া-২

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:২৮, ২৯ ডিসেম্বর ২০২৫
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা

মনোনয়নপত্র জমা দিয়েছেন রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আরো পড়ুন:

সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে, এই আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘‘আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। আল্লাহর এ পরিকল্পনায় আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিন কী অদ্ভুত পরিকল্পনা, ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা মানুষের বুঝার বাইরে।’’

এর আগে, একই আসন থেকে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিব মনোনয়ন ফরম জমা দেন।

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়