মা-ছেলের প্রার্থী হওয়া কৌশলগত কারণেই: ইলিয়াসপত্নী লুনা
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন গুমের শিকার হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে আবরার ইলিয়াস অর্নব। কৌশলগত কারণেই মা ও ছেলে একসঙ্গে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। আবরার ইলিয়াস অর্নব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
পরে তাহসিনা রুশদীর লুনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছি কিছু কৌশলগত কারণে। এখনই বিস্তারিত কিছু বলছি না। সময় আসলেই দেখতে পারবেন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন পর আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরাপদেই হবে। নির্বাচনি পরিবেশ এখনো ভালো আছে। সবাই নির্বাচনি আচরণবিধি মেনেই কাজ করছেন।
ঢাকা/রাহাত/রফিক