ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবর ও তার স্ত্রী একই আসনে মনোনয়নপত্র জমা দিলেন

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:১৮, ২৯ ডিসেম্বর ২০২৫
বাবর ও তার স্ত্রী একই আসনে মনোনয়নপত্র জমা দিলেন

তাহমিনা জামান শ্রাবণী ও লুৎফুজ্জামান বাবর।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লুৎফুজ্জামান বাবর নিজে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ঢাকা/ইবাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়