ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি ছাত্রশিবিরের সভাপতি ভিপি ইব্রাহিম, সম্পাদক পারভেজ

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:২৭, ২৯ ডিসেম্বর ২০২৫
চবি ছাত্রশিবিরের সভাপতি ভিপি ইব্রাহিম, সম্পাদক পারভেজ

সভাপতি: ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক:  মোহাম্মদ পারভেজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৫–২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ পারভেজ।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শহরের একটি হলরুমে নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ।

আরো পড়ুন:

শাখা ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন ইব্রাহিম হোসেন রনি। সদস্যদের পরামর্শক্রমে সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ পারভেজকে মনোনয়ন দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, মোহাম্মদ পারভেজ আগের ষান্মাসিক সেশনেও একই পদে দায়িত্ব পালন করেছেন। সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আলী কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির। এছাড়া চবি শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এসএম আমজাদ হোসাইনসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়