ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না: জাবের 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২৯ ডিসেম্বর ২০২৫  
হাদির বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না: জাবের 

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, “অনেকেই বলতে চেষ্টা করেন যে, আমরা জনগণকে ভোগান্তিতে ফেলার চেষ্টা করছি। তাদেরকে বলতে চাই আমরা কি দেশে ভাড়ায় এসেছি? হাদির বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবে না।”

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ছাত্র জনতার উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এ সময় তিনি বলেন, “শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না। হাদি জনতার। কোনো দলের হতে দেওয়া যাবে না। ইনসাফের লড়াই শুধু জামাত, বিএনপি, চরমোনাই, এনসিপির না। এ লড়াই সবার। আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা অর্জন না করব ততদিন পর্যন্ত আমরা নির্বাচন করব না। আমাদের এই লড়াই চালু থাকবে।”

জাবের বলেন, “আপনারা কবর জিয়ারত করেন, জানাজায় যান আবার হাদিকে নেতিবাচক কথা বলাদের বহিষ্কার করবেন না। এটা হবে না। আমরা জিয়াউর রহমান এর বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ দেখতে চাই, আমরা কায়সার কামালকে বিএনপিকে দেখতে চাই না। এখন পর্যন্ত জামায়াত বিএনপি এই কর্মসূচির সাথে এসে একাত্মতা পোষণ করেন নাই। রাজনৈতিক দল নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত। আমরা চাই এখানে সব রাজনৈতিক দলগুলো এসে একাত্মতা পোষণ করুক।”

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “উপদেষ্টারা এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারলেন না। আপনাদের এক গোয়েন্দা সংস্থার সাথে আরেক গোয়েন্দা সংস্থার সমন্বয় নাই। এসবি বলে খুনি দেশেই আছে আবার কেউ বলে খুনি ভারতে। কোনো উপদেষ্টা এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে বিচারের জন্য কি করতে পারবে তা বলতে পারে নাই। আমরা এই রাষ্ট্রের জন্য জুলাই ঘটাই নাই। আপনারা কোন ভয়ের কারণে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না?”

তিনি আরো বলেন,“মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে মাননীয় বলতে লজ্জা হয়। আপনি এখন ছাপড়ি হয়ে গিয়েছেন। যে ছাত্রজনতা আপনাকে ক্ষমতায় বসাল সেই ছাত্রজনতার দায়িত্ব নিতে আপনি অস্বীকার করেন।”

আব্দুল্লাহ আল জাবের বলেন, “২০২৪ এর ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত এই দেশে সরকার ছিল না৷ রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল? আপনারা খুনিদের নাম প্রকাশ করে দেন। আমরা আপনাদের পাহারা দেব। আর আপনারা যদি তাদের সাথে আপস করেন তাহলে বলতে চাই, আপনারা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন না।”

ঢাকা/রায়হান/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়