ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৫  
বিসিবির নতুন টুর্নামেন্ট ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট

প্রথম বিভাগ ক্রিকেটারদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করার কথা বলেছিল বিসিবি। সেই টুর্নামেন্ট আলোর মুখ দেখতে যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।’

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ও ক্লাব ক্রিকেটের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে এই প্রতিযোগিতা। ঘরোয়া ক্রিকেটের প্রবাহ শক্তিশালী করতেই এই আয়োজন।

আরো পড়ুন:

এই টুর্নামেন্টের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। টুর্নামেন্টের দলসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। ছয় থেকে আটটি দল নিয়ে হবে এই বিশেষ টুর্নামেন্ট। বগুড়া ও রাজশাহীতে হবে টুর্নামেন্টের সবগুলো খেলা। জাতীয় নির্বাচক প্যানেলের সদস্যরা বাছাই করবেন কোন দলে খেলবেন কারা।

এই টুর্নামেন্ট খেলার জন্য দুটি মানদণ্ড ঠিক করেছে বিসিবি। প্রথমত, যারা বিপিএলের নিলাম তালিকায় ছিলেন কিন্তু দল পাননি। আর দ্বিতীয়ত, প্রথম বিভাগ ক্রিকেট লিগের এবারের বিপিএলের নিলামের তালিকায় থাকা ৮টি দলে নাম লেখানো ক্রিকেটার যারা লিগ খেলতে পারছেন না।

প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট নিয়োগ দেবে বিসিবি। এছাড়াও ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে টুর্নামেন্টের সব আর্থিক ব্যাপার দেখভাল করবে বোর্ড।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য বিসিবির পক্ষ থেকে পরে জানানো হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়