ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারকাদের বিয়ের হিড়িক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২৯ ডিসেম্বর ২০২৫  
তারকাদের বিয়ের হিড়িক

ছবির কোলাজ

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫। সামনে নতুন বছর ২০২৬। চলতি বছরজুড়ে বিনোদন অঙ্গনে একের পর এক বিয়ের খবরে সরগরম ছিল। কেউ নতুন সম্পর্কে পা রেখেছেন, কেউ আবার ভাঙা সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে দ্বিতীয় কিংবা তৃতীয়বারের মতো সংসার শুরু করেছেন। দীর্ঘ ক্যারিয়ার, ব্যক্তিগত টানাপড়েন কিংবা নীরব প্রেম—সব মিলিয়ে ২০২৫ হয়ে উঠেছে তারকাদের বিয়ের বছর। বছরজুড়ে আলোচিত সেই বিয়ের গল্প নিয়ে এই প্রতিবেদন—

তাহসানের হঠাৎ বিয়ে
বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে তিনি বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে। আকস্মিক এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসেন তাহসান। একসময় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছিলেন তাহসান। এ জুটিকে আদর্শ দম্পতি হিসেবে দেখা হতো। ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। সেই অধ্যায় পেছনে ফেলে ২০২৫ সালের শুরুতে তাহসান নতুন জীবন শুরুর ঘোষণা দেন।

আরো পড়ুন:

মেহজাবীন–রাজীব: বছরের সবচেয়ে আলোচিত বিয়ে
২০২৫ সালের সবচেয়ে আলোড়ন তোলা বিয়ের তালিকায় শীর্ষে ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের নাম। গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৩ বছর প্রেমের সম্পর্কে থাকার পর তাদের বিয়ের খবর শোবিজ অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলে। যদিও চুপিসারে বিয়ে করতে চেয়েছিলেন তারা। তবে খবর প্রকাশ্যে চলে আসায় নিজেরাই বিষয়টি নিশ্চিত করেন। ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট আয়োজনে প্রেমকে পরিণয়ের মাধ্যমে সামাজিক স্বীকৃতি দেন তারা।

শামীম হাসান সরকার: গুঞ্জনের অবসান
বছরের শুরু থেকেই অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ে নিয়ে চলছিল নানা গুঞ্জন। কখনো অভিনেত্রী অহনা রহমান, কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের বিভ্রান্ত করেন তিনি। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে গত ৪ এপ্রিল ঘরোয়া আয়োজনে বিয়ে করেন শামীম। তার স্ত্রী আফসানা আক্তার—একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মাত্র আট মাসের পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

সহশিল্পী থেকে জীবনসঙ্গী
গত ৬ এপ্রিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। একসঙ্গে নাটকে কাজ করতে গিয়েই তাদের পরিচয়, সেখান থেকে ধীরে ধীরে প্রেম। দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

শবনম ফারিয়ার নতুন শুরু
বছরের শেষ ত্রৈমাসিকে আলোচনার শীর্ষে উঠে আসে অভিনেত্রী শবনম ফারিয়ার বিয়ের খবর। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। ঘরোয়া আয়োজনে আকদ সম্পন্ন হলেও ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের আলোচনায় চলে আসেন তিনি। ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া। সেই সংসার ভেঙে যাওয়ার পর নতুন জীবনে পা রেখে আবারো আলোচনায় ফিরেন এই অভিনেত্রী।

বন্ধু থেকে স্বামী-স্ত্রী
গত ২১ নভেম্বর ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেন প্রযোজক ও পরিচালক রাফায়েল আহসানকে। দেড় বছরের বন্ধুত্ব ও পরিচয়ের পর পারিবারিকভাবেই তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকেই দাম্পত্য—এভাবেই নতুন অধ্যায় শুরু করেন মম।

অমিতাভ রেজা চৌধুরী: জীবনের তৃতীয় অধ্যায়
বছরের শেষদিকে আবারো বিয়ের পিঁড়িতে বসেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গত ১৪ ডিসেম্বর নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে তিনি বিয়ে করেন চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদকে। এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে নওরীন হাসান খান জেনী ও মিম রশীদের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বাঁধন সরকার পূজা: বছরের শেষ চমক
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা বছরের শেষপ্রান্তে ভক্তদের চমকে দিয়ে বিয়ের ঘোষণা দেন। গত ২৪ নভেম্বর মডেল ও পেশাজীবী শুভংকর সেনকে বিয়ে করেন তিনি। প্রায় এক বছরের পরিচয় থেকেই তাদের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান পূজা।

বিয়ের আরো বাদ্য বেজেছে
ডিসেম্বরের শুরুতে নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানান। তার স্ত্রী তাহসিন তামান্না। এ ছাড়া গত ৪ এপ্রিল গায়ক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী রাবা খানও বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

২০২৫ সাল বিনোদন অঙ্গনের জন্য শুধু কাজের বছরই নয়, ছিল সম্পর্কের নতুন অধ্যায়ের বছর। কেউ পুরোনো অধ্যায় পেছনে ফেলে, কেউ দীর্ঘ প্রেমের পর—সব মিলিয়ে তারকাদের বিয়ের হিড়িক বছরজুড়ে আলোচনার রসদ জুগিয়েছে দর্শক-ভক্তদের।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়